দুপুরের পর সদরঘাটে যাত্রীদের ভিড় বাড়ছে

প্রথম আলো সদরঘাট লঞ্চ টার্মিনাল প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১৭:৫১

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ঘরমুখো মানুষের ভিড় কম ছিল। তবে দুপুরের পর থেকে যাত্রীদের চাপ বাড়তে থাকে।
এদিকে সকালে চাঁদপুর নৌপথে যাত্রীদের চাপ থাকলেও দক্ষিণাঞ্চলের বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, আমতলী, বরগুনা ও হুলারহাটসহ বেশ কয়েকটি রুটে যাত্রীদের ভিড় কম ছিল।


আজ সকালে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল এলাকায় গিয়ে চাঁদপুর নৌপথের পন্টুনে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীরা পরিবার-পরিজন ও মালামাল নিয়ে গন্তেব্যের উদ্দেশ্যে লঞ্চে উঠছেন। চাঁদপুরগামী লঞ্চগুলোর ডেক যাত্রীতে প্রায় পূর্ণ ছিল। তবে ভিন্ন চিত্র দেখা গেছে দক্ষিণাঞ্চলগামী লঞ্চে। দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোর পন্টুনে যাত্রীদের তেমন উপস্থিতি নেই। লঞ্চের কর্মচারীদের তেমন হাঁকডাক দেখা যায়নি। লঞ্চের ভেতরে ও ডেকেও যাত্রীসংখ্যা ছিল কম।
হুলারহাটগামী এমভি টিপু-১২ লঞ্চের কেরানি মো. সোহাগ জানান, লঞ্চ ছাড়বে সন্ধ্যা ছয়টায়। গার্মেন্টস (তৈরি পোশাক কারখানা) ছুটি হলে বিকেলে যাত্রীদের চাপ বাড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও