![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252F41a90fd4-8a9a-47c4-b8cd-31a370f90fdf%252FShakib_Batting___5.jpg%3Frect%3D0%252C0%252C2437%252C1371%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে এক সপ্তাহের মতো বিশ্রাম পাবে বাংলাদেশ দল। এরপর ২৭ জুলাই জিম্বাবুয়ে পৌঁছানোর কথা তামিম-মাহমুদউল্লাহদের। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে খেলবেন না সাকিব
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সুপার লিগের অংশ না হওয়ায় বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট চেয়েছিল অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে দল সাজাতে। কিন্তু সাকিব আল হাসান ছাড়া সবাই জিম্বাবুয়ে সফরে যেতে চাইছেন। তাই বলা যায়, পূর্ণ শক্তির দল নিয়েই জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল।
সাকিব জিম্বাবুয়ে যাবেন না, বিসিবিকে আগেই জানিয়েছিলেন
আজ বিসিবিতে নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশির ভাগই অ্যাভেইলেবল। তাঁরা সবাই খেলতে চান। সাকিব যাচ্ছেন না, এটা আগেই আমাদের জানিয়েছেন। আজ নির্বাচকদের সঙ্গে আমরা বসেছিলাম। তাঁরা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছেন।’