সমগ্র লুহানস্ক কব্জায়, মহাকাশেও উদ্যাপন রুশদের
পূর্ব ইউক্রেইনের লুহানস্ক অঞ্চল কব্জায় আসার সুসংবাদকে উদ্যাপন করেছন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ নভোচারীরাও।
ফেব্রুয়ারিতে ইউক্রেইনে তাদের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সময় রাশিয়া যে ক’টি লক্ষ্য নির্ধারণ করেছিল, দনবাসকে ইউক্রেইনীয় বাহিনীর হাত থেকে মুক্ত করা ছিল তার অন্যতম।
লুহানস্ক আর এর পার্শ্ববর্তী দোনেৎস্ক অঞ্চল নিয়েই শিল্পসমৃদ্ধ দনবাস; যে কারণে লুহানস্কের পুর্ণাঙ্গ নিয়ন্ত্রণ পাওয়াকে মস্কোর বড় ধরনের বিজয় হিসেবেই দেখা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ মহাকাশ সংস্থা রসকসমস লুহানস্কে মস্কোর বিজয়কে ‘পৃথিবী ও মহাকাশ উভয় জায়গাতে উদ্যাপনের মতো মুক্তির দিন’ হিসেবে উল্লেখ করেছে।