জীবনে এই একটা আক্ষেপ রয়ে গেল : পাওলি
প্রবীণ চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার মারা গেছেন। সোমবার (৪ জুলাই) সকাল ১১টা ১৭ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ দিন ধরে কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এই চলচ্চিত্র পরিচালক। এই গুণী পরিচালকের প্রয়াণে স্মৃতিকাতর হলেন জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।
তিনি একটি গণমাধ্যমে বলেন, তখনও সিনেমা সম্পর্কে কিছুই জানি না, কিছুই বুঝি না। তখন থেকে তনু জেঠুর সিনেমা টেলিভিশনে চললেই মন্ত্রমুগ্ধ হয়ে দেখতাম। ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘বালিকা বধূ’, ‘দাদার কীর্তি’— এই ছবিগুলো দেখেই তো সিনেমার প্রেমে পড়া। অভিনেত্রী হব বলে নয়, বাংলা ছবির প্রতি ভাললাগা তৈরি হওয়া এই ছবিগুলোর হাত ধরেই। জহুরির চোখ ছিল তার। চরিত্রের জন্য ঠিক খুঁজে খুঁজে বার করতেন অভিনেতাদের। আমার দুর্ভাগ্য ওর মতো একজন পরিচালকের সঙ্গে দেখা হয়ে, কথা হওয়ার পরও কাজ করা হল না। ২০০৫-এর কথা।