 
                    
                    আরো একবার উইম্বলডনে খেলতে চান ফেদেরার
                        
                            ডেইলি বাংলাদেশ
                        
                        
                        
                         প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১৭:০১
                        
                    
                এই প্রথম কোনো উইম্বলডন আসর যেখানে অভিষেকের পর খেলছেন না রজার ফেদেরার। তবে অল ইংল্যান্ড ক্লাবে সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে এই কিংবদন্তি সুইস তারকা বললেন, অন্তত আরো একবার খেলতে চান প্রিয় আঙিনায়।
রোববার উইম্বলডনে সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে এদিন তারার মেলা বসেছিল সেখানে। পারফর্ম করেন স্যার ক্লিফ রিচার্ড, ব্রিটিশ গায়িকা ফ্রেয়া রাইডিংস। ভেনাস উইলিয়ামস-সহ উপস্থিত ছিলেন সাবেক অনেক চ্যাম্পিয়ন। উইম্বলডনে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ফেদেরার হাঁটুর চোটের কারণে এবার খেলতে পারছেন না।
- ট্যাগ:
- খেলা
- টেনিস
- টেনিস তারকা
- টেবিল টেনিস
- রজার ফেদেরার
 
                    
                 
                    
                 
                    
                