'কাউন্টার অ্যাটাকে আমার দেখা সেরা টেস্ট জুটি'
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১৬:৩৩
চলতি এজবাস্টন টেস্টে ভারত তাদের প্রথম ইনিংসে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে দলের স্কোর গিয়ে থামে ৪১৬ রানে। এই ঘুরে দাঁড়ানোর দুই নায়ক ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। তাদের ২৩৯ বলে ২২২ রানের ৬ষ্ঠ উইকেট জুটিতেই ভারত ঘুরে দাঁড়ায়।
এই ভারতীয় জুটিতে মোহিত হয়েছেন কিংবদন্তি প্রোটিয়া ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স।
১১১ বলে ১৪৬ রানের ভয়ডরহীন মারকুটে ক্রিকেট খেলে আউট হয়েছিলেন পন্থ। তার সঙ্গে ৮৩ রান যোগ করেছিলেন জাদেজা। যদিও পরে তিনি ১০৪ রানের ইনিংস উপহার দেন। এই জুটি নিয়ে ডিভিলিয়ার্স সোমবার টুইটারে লেখেন, 'আমি বাড়িতে না থাকায় সেভাবে খেলাটা দেখতে পারিনি। এইমাত্র হাইলাইটস দেখা শেষ করলাম। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার কাউন্টারঅ্যাটাক পার্টনারশিপ দেখলাম। টেস্টে ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা জুটি। '
- ট্যাগ:
- খেলা
- জুটি
- সফল জুটি
- টেস্ট ম্যাচ
- রবীন্দ্র জাদেজা