আগস্টে হবে এসএসসি পরীক্ষা
বন্যার কারণে জুনে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হবে।
তবে পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়। তবে কোভিড মহামারির কারণে পরীক্ষা অন্তত চার মাস বিলম্বিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সারা দেশে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।
করোনা মহামারিকালে ২৩ লাখেরও বেশি শিক্ষার্থী ২০২০ সালে ৯ম শ্রেণিতে নিবন্ধন করে। অর্থাৎ প্রায় ৪ লাখ শিক্ষার্থী ইতিমধ্যেই ঝরে পড়েছে—তাদের অর্ধেকেরও বেশি মেয়ে।
২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার আগেই এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল। এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে প্রমোশন দেওয়া হয়।