You have reached your daily news limit

Please log in to continue


ছুরি, বটি, পাটির খোঁজ


মাংস কাটার জন্য যেমন প্রয়োজন ছুরি তেমনি দরকার ভাগাভাগির জন্য পাটি।আর ঈদুল আজহা আসলেই এসবের দরকার পড়ে প্রায় সবারই। এগুলোর সবকিছু এক জায়গার ও সুলভ মূল্যে পাওয়া যাবে রাজধানীর কারওরান বাজারে।

যত ধরনের ছুরি

কারওরান বাজারের যে অংশটায় ধারালো সব অস্ত্র বিক্রি হয় সেই অংশটায় ঢুকলে বুকটা একটু কেঁপে উঠতেই পারে। সারি সারি দোকানের টেবিলে রোদে চক চক করে বিশালাকার বটি। পাশেই শোয়ানো থাকে ছোট বড় বিভিন্ন আকারের ছুরি।

একপাশে দোকানের ছাউনি থেকে ঝুলে আছে আরও বিশাল ছুরি। একেকটা ছুরির দৈর্ঘ্য একজন প্রাপ্তবয়ষ্ক মানুষের পুরো বাহুর সমান। আরও আছে কুঠার, কোপদা আরও কত কি!

এই দোকানগুলোতে গিয়ে দাঁড়ানো, জিনিসপত্র নাড়াচাড়া করার সময় খুব সাবধান থাকতে হবে। কারণ প্রতিটি ছুরিই এখানে ধার দেওয়া।

পাইকারি, খুচরা দুভাবেই বিক্রি হয় ধাতব ও ধারালো এই অনুষঙ্গগুলো। তেমনই একটি দোকান চালাচ্ছেন আকবর আলী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন