![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/07/02/og/132546002956kalerkantho-sp-3.jpg)
দেশিদের পায়ে গোলের হাহাকার
কালের কণ্ঠ
প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ১৩:২৫
আরেকটি প্রিমিয়ার ফুটবল লিগ শেষ হওয়ার পথে। কিন্তু এই লিগ দেশের ফুটবলে নতুন কিছু যোগ করতে পারেনি। বিদেশি ফুটবলারে সুসজ্জিত লিগে দেশি ফুটবলাররা আরেকটি মৌসুম পার করেছেন। পারফরম্যান্সের বিচারে নিজেদের আলাদা করতেও পারবেন না।
তাই জাতীয় দলের চেহারায়ও আলাদা আকর্ষণ যোগ হয় না। ফুটবলের এই মলিন চেহারার কারণ খোঁজার চেষ্টা করেছেন সনৎ বাবলা। আজ থাকছে শেষ পর্ব।
যেকোনো ফুটবল দলের সেন্টার ফরোয়ার্ডকে নিয়ে থাকে বাড়তি আকর্ষণ। তিনি গোল করেন, তাই আলাদা নজর থাকে তাঁর ওপর। লাল-সবুজের দলে এই পজিশনের মর্যাদাহানি হয়েছে বেশ। তাঁকে ঘিরে আকর্ষণ ও প্রত্যাশা কোনোটিই থাকে না।