‘রেনুকা’ থেকে ‘লাবণ্য’, ছবিতে চিনে নিন বহুমাত্রিক এক অভিনেত্রীকে
ব্যাচেলর’ দিয়ে শুরু। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর সেই সিনেমার পর পেরিয়ে গেছে প্রায় দুই দশক। তবে বাংলা চলচ্চিত্রে তাঁকে নতুনভাবে আবিষ্কার করা হয় ২০১৩ সালে। ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘আবর্ত’ দিয়ে। অরিন্দম শীলের সেই সিনেমার পর গত ৯ বছরে তিনি হয়ে উঠেছেন টালিগঞ্জের অন্যতম প্রধান অভিনেত্রী। কাজ করেছেন ওপার বাংলার প্রথম সারির সব পরিচালকের সিনেমাতেই। বাংলাদেশ তো বটেই জিতেছেন কলকাতার অনেক সম্মানজনক পুরস্কারও। সেই অভিনেত্রী জয়া আহসান। আজ ১ জুলাই তাঁর জন্মদিন। ছবিতে দেখে নেওয়া যাক বড় পর্দায় তাঁর করা উল্লেখযোগ্য চরিত্রগুলো।
‘ব্যাচেলর’-এ তাঁর অভিনয়কে অতিথি চরিত্রই বলা যায়। সেই হিসেবে বলা যায়, পূর্ণমাত্রায় অভিনেত্রী জয়া আহসানকে প্রথম পাওয়া যায় ২০১০ সালে মুক্তি পাওয়া নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’ ছবিতে। একজন সমাজকর্মী ও মাদকাসক্ত তরুণের জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ছবিতে রেনুকা রহমানের চরিত্রে অসাধারণ অভিনয় করেন জয়া। ছবিতে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পায়। তবে দুর্ভাগ্যজনকভাবে ছবিটি বড় পর্দায় মুক্তি পায়নি, দেখানো হয় টেলিভিশনে