কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১৮:৩৬

টুইটারে ইলন মাস্কের ফলোয়ার সংখ্যা এখন ১০ কোটি ছাড়িয়েছে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির ষষ্ঠ ব্যবহারকারী হিসেবে এই মাইলফলক ছুঁলেন টেসলা ও স্পেসএক্স কাণ্ডারী।


বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সোশালব্লেড-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, মাস্ক ১০ কোটি ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছেন ২৬ ও ২৭ জুনের মাধামাঝি কোনো এক সময়ে। দুই দিনে দেড় লাখের বেশি নতুন ফলোয়ার পেয়েছেন তিনি।


মাস্কের নতুন এই মাইলফলক নিয়ে আলোচনা হচ্ছে বেশ কয়েকটি কারণে। প্রথমত, টুইটার কেনার চেষ্টা করছেন তিনি; অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হলে মাস্ক সম্ভবত বিশ্বের প্রথম সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম মালিক হবেন যিনি নিজের প্ল্যাটফর্মে পুরোদমে সক্রিয় এবং ভক্তসংখ্যা এতো বেশি।


মাস্কের টুইটার অ্যাকাউন্টের সঙ্গে মেটার মার্ক জাকারবার্গের ফেইসবুক অ্যাকাউন্টের তুলনা করছেন অনেকেই। তবে, নিজের অ্যাকাউন্টটিকে মূলত সংবাদবিজ্ঞপ্তি প্রচারের হাতিয়ার হিসেবেই ব্যবহার করেন জাকারবার্গ। আর নিজের টুইটার অ্যাকাউন্টে ইন্টারনেট মিম শেয়ার করা থেকে শুরু বিশ্বনেতৃত্বকে খোঁচা দিতেও পিছপা হন না ইলন মাস্ক।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও