‘নজর’ গানে শুরু তমালের দ্বিতীয় ইনিংস
বার্তা২৪
প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১৬:৫২
বাংলাদেশের সংগীত অঙ্গণে এক পরিচিত নাম তমাল। যদিও নিজেকে টিএমএল বলে পরিচয় দিতে পছন্দ করেন এই সংগীতশিল্পী। মূলত কিবোর্ড বাজান। আর এই পরিচয়েই গানের মানুষ চেনেন তাকে। ১৮ বছরের বেশি সময় ধরে দেশের জনপ্রিয় ব্যান্ড ফিলিংস এবং নগর বাউলের সঙ্গে কাজ করছেন।
তবে কিবোর্ডিস্ট পরিচয়ের বাইরে তার কণ্ঠশিল্পী পরিচয়টা চাপা পড়েছিল দীর্ঘ বছর। ৩২ বছরের সংগীত জীবনে তমালের অর্জনও কম না। তার নিজের গাওয়া গান নিয়ে 'টেলিফোন', নামে একটি অ্যালবাম প্রকাশ করেছিল জি সিরিজ। 'সাত রঙের সাতজন', 'রঙ বেরঙের মানুষ' অ্যালবামগুলোতেও রয়েছে তার গান। লেজার ভিশন প্রকাশ করেছিল তার সংগীত পরিচালনায় 'ফ্রি কালচার' নামে একটি অ্যালবাম। ফাহমিদা নবী, বাপ্পা মজুমদারের জনপ্রিয় গানের সুর ও সংগীতও তার করা।
- ট্যাগ:
- বিনোদন
- সংগীতশিল্পী
- কণ্ঠশিল্পী