বাইডেন কেন রিয়াদের দিকে ছুটছেন?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জুলাইয়ে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন জানিয়ে সম্প্রতি নিজেদের পরিকল্পনা সামনে আনে হোয়াইট হাউজ। এই সফরের অংশ হিসেবে প্রথমে তিনি ইসরায়েল হয়ে পরে যোগ দিবেন গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এর সম্মেলনে, স্থান সৌদি আরব।
প্রতিদিন যে হারে নতুন নতুন খবর সৃষ্টি হচ্ছে সে দৃষ্টিতে বলা যায় যারা আন্তর্জাতিক রাজনীতির টুকটাক খবর রাখেন তাদের কাছে গণমাধ্যমের কল্যাণে এই সংবাদ এখন একরকম পুরনো জিনিস। তবে এতো নতুন-পুরনোর ভীড়ে এখন অবধি যা কৌতূহলোদ্দীপক হয়ে আছে তা হল বাইডেনের রিয়াদ যাত্রার মোড়কে মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ!
রাষ্ট্রের কর্তারা একে অপরের সাথে সময়ে সময়ে দেখা সাক্ষাৎ করেন, এটাও তার বাইরে বিশেষ কিছু নয় এমন ভাবলে আপনি ভুল করছেন অন্তত গত কয়েক বছর ধরে জামাল খাসোগি হত্যার পর থেকে রাজপরিবারের সাথে ওয়াশিংটনের সম্পর্ক একপ্রকার উত্থান-পতনের আবর্তে কেটেছে।
তবে সবচেয়ে চমক জাগানিয়া বিষয় হল প্রেসিডেন্ট বাইডেনের সাথে যুবরাজের ব্যাক্তিগত সম্পর্ক মোটেই ভাল যাচ্ছে না বলা যায়, কারণ ক্ষমতায় আসার পর থেকেই বাইডেন প্রায় সময়ই এমবিএসের বিরুদ্ধে মতামত দিয়েছেন এরপর এমবিএস এর ভরা মজলিশে বাইডেনকে এড়িয়ে চলা থেকে ফোনকল বিতর্কের প্রেক্ষাপটে দুজনের নতুন করে এক সাথে হওয়া কল্পনা করাই দুরূহ ছিলো।