You have reached your daily news limit

Please log in to continue


এবার শিশুদের সঙ্গে সিনেমায় মিথিলা

দুই বাংলার বড়পর্দায় অভিষিক্ত হয়ে গেছে রাফিয়াত রশিদ মিথিলার। পেয়েছেন প্রশংসাও। ‘অমানুষ’ আর ‘আয় খুকু আয়’ যথাক্রমে বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে ১৭ জুন। অবশ্য দুটি ছবি যখন দুই বাংলার প্রেক্ষাগৃহে চলছে, তখন তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছিলেন আফ্রিকার দেশ তানজানিয়ার শিশুদের নিয়ে। 

টানা এক মাসের সফর শেষে ঢাকায় ফিরলেন কয়েক দিন আগে। তবে দ্রুত ফিরে যাবেন আবারও। এবার তানজানিয়ার সঙ্গে ট্যুর উগান্ডা আর সিয়েরা লিওনেও বিস্তৃত হচ্ছে। উদ্দেশ্য ব্র্যাক ইন্টারন্যাশনালের হেড অব আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামার হিসেবে এসব দেশের শিশুদের স্বাভাবিক বিকাশে কাজ করা। 

তিন দেশে প্রায় তিন মাসের ট্যুরে যাওয়ার আগেই মিথিলা দিলেন নতুন ছবির খবর। তিনি এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন শিশুতোষ সিনেমায়। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ২০২০-২১ অর্থবছরে অনুদান পেয়ে সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন