You have reached your daily news limit

Please log in to continue


টেস্ট ক্রিকেটের উত্তাপ ও ​​চাপে খেলোয়াড়রা কেমন, সেটাই জানছেন সিডন্স

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের শিকার হয়েছে বাংলাদেশ। বিশ্বের অন্য সব দলের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই শততম টেস্ট হারের লজ্জা পেয়েছে টাইগাররা। এ নিয়ে সাকিবদের নিয়ে চলছে সমালোচনা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মতামত ব্যক্ত করেছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

মূলত টেস্টের উত্তাপ ও ​​চাপে খেলোয়াড়রা কেমন করে, সেটাই জানার চেষ্টা করছেন সিডন্স, 'আমরা দুটি টেস্টে খুবই খারাপ খেলেছি- সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। চারদিক থেকে নানা ধরনের মন্তব্য আসছে। সবাই তার মনের কথা বলতেই পারে কিন্তু আমার বাস্তবতা হলো টেস্ট ম্যাচ ক্রিকেটের উত্তাপ ও ​​চাপের মধ্যে আমার খেলোয়াড়দের সম্পর্কে জানা।  এটাই হলো খেলাটির সবচেয়ে কঠিন দিক। '

বাংলাদেশ ও ক্যারিবীয় পিচে ব্যাপক পার্থক্য দেখছেন সিডন্স, 'ওয়েস্ট ইন্ডিজের পেস, বাউন্স ও সুইংয়ে আমাদের খেলোয়াড়রা খুব কঠিন সময় পার করেছে। হোম কন্ডিশনে আমরা যে কুকাবুরা বল ব্যবহার করি, এরচেয়ে ডিউক বলের আচরণ ভিন্ন। আর আমাদের পিচগুলোর চেয়ে এখানকার পিচগুলো জীবন্ত। '  

বাংলাদেশের ব্যাটাররা শুরুটা দারুণ করলেও ইনিংস বড় করতে পারেননি। সেই বিষয়ে আক্ষেপ আছে ব্যাটিং পরামর্শকের, 'সোহান দুবার ৬০ রানের ইনিংস খেলেছে, তামিম, লিটন এবং শান্তও বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু পারেনি। আমাদের বোলাররা দারুণ করেছে। খালেদ প্রথমবারের মত ৫ উইকেট পেল। টেস্ট ক্রিকেট খুবই কঠিন খেলা, এখানে সফল হতে হলে আমাদের আরো শক্ত হতে হবে। আমরা এটা মানি, তাই উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছি। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন