সবচেয়ে বেশি দর্শক হয়েছিল কোন বিশ্বকাপে?
                        
                            চ্যানেল আই
                        
                        
                        
                         প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৫:৪১
                        
                    
                অপেক্ষা উন্মাদনার পাঠ চুকিয়ে চার বছর অন্তর আসে ফুটবল বিশ্বকাপ। যাকে ঘিরে স্বপ্ন বোনে মিলিয়ন ফুটবল সমর্থক। নিজেদের সেরা দাবি করে চলে তর্ক-বিতর্ক, কখনো গড়ায় হাতাহাতিতে। আরও একটি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। মাঠে বসে প্রিয় দলকে সমর্থন যোগাতে ব্যাগ গোছাতে শুরু করেছে ভক্তরা। কাতারে কেমন দর্শক উপস্থিতি হতে পারে তার আঁচ পাওয়া যাচ্ছে আগের বিশ্বকাপগুলোর দর্শক সংখ্যার দিকে তাকালে। এপর্যন্ত দর্শক উপস্থিতিতে এগিয়ে কোন বিশ্বকাপ, মিলছে সেই পরিসংখ্যানও।
কাতারের টিকিট সংগ্রহে উত্তেজনার কমতি নেই ফুটবলপ্রেমীদের। টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়ছে বলে আয়োজকরা খবর দিচ্ছে। এরইমধ্যে ৮ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। টিকিট সংগ্রাহকদের মধ্যে এগিয়ে ভারতীয়রা। আট লাখের সংখ্যাটা শেষপর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটাই এখন দেখার।