বোলারের নাম নয়, বল দেখে খেলি : মেয়ার্স

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ জুন ২০২২, ১৩:০০

অ্যান্টিগায় প্রথম টেস্টে হারায় সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে শেষ টেস্টেও বাজে অবস্থায় রয়েছে টাইগাররা। বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৪০ রান তুলে ফেলেছে ক্যারিবীয়রা। স্বাগতিকদের চালকের বসাতে বড় ভূমিকা মিডল অর্ডার ব্যাটার কাইল মেয়ার্সের।


ম্যাচ শেষে এই ব্যাটার জানালেন, তিনি বোলারের নাম নয়, বল দেখে খেলেন।


টেস্টে মেয়ার্সকে বেশ কয়েকবার আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনেও মেয়ার্সের উইকেটটি নেওয়ার চেষ্টা করেছেন এই অফস্পিনার। দিনের খেলা শেষে মিরাজের বোলিং সম্পর্কে মেয়ার্স বলেন, ‘আমি মনে করি, সে একজন ভালো বোলার। তবে আমি কখনোই মাথায় আনিনি যে এই বোলারের বলে আমি এর আগে বেশ কয়েকবার আউট হয়েছি। একজন বোলার যখন কোনো ভালো ডেলিভারি দেয়, তখন সে যেকোনো সময় যে কারো উইকেট পেতে পারে। সুতরাং, আমি কোনো নামের বিরুদ্ধে খেলি না। আমি শুধু খেলি বলের বিরুদ্ধে। ’


টেস্ট যে ধৈর্যের খেলা সেটিও মনে করিয়ে দিলেন মেয়ার্স, ‘তারা (বাংলাদেশ) বেশ কিছু সময় ভালো বোলিং করেছে। আর আমি চেষ্টা করেছি রান করার প্রতিটি সুযোগকে কাজে লাগাতে। এটি ধৈর্যের খেলা। প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার বিষয় নয়, ব্যাটিং ও বোলিংয়ে ধৈর্যশীল হতে হবে। যে সুযোগই পেয়েছি, কাজে লাগাতে চেষ্টা করেছি। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও