You have reached your daily news limit

Please log in to continue


এসিডিটি, না হার্ট অ্যাটাক— কখন চিন্তিত হবেন

এসিডিটি আর হার্ট অ্যাটাকের লক্ষণ প্রায় এক রকম হতে পারে। অনেক সময় তফাত বোঝা কঠিন হয়। ডাক্তাররাও সমস্যায় পড়েন। তখন ইমার্জেন্সি দেখিয়ে বুক ব্যথার কারণ বের করা প্রয়োজন, প্রয়োজনে করতে হয় টেস্টও।

নিজের এ রকম হলে জরুরি কল করবেন বা যাবেন ইমার্জেন্সিতে, আকস্মিক বুক ব্যথা, কিছুক্ষণ পর চলে গেছে?

বুক জ্বলা আর হার্ট অ্যাটাকের উপসর্গ—দুটির ক্ষেত্রেই বুক ব্যথা, তবে ব্যথার ধরন ভিন্ন।

পার্থক্যগুলো

-    এসিডিটিতে বুক জ্বলে। অন্যদিকে হার্ট অ্যাটাক হলে বুকের মধ্যখানে বা বাঁ দিকে অস্বস্তি, মনে হবে চাপ বা মোচড় দিচ্ছে কেউ, নয়তো বুক ভরাট ভাব।

-    বুক জ্বালা-পোড়ার ব্যথা সাধারণত হয় আহারের পর, অন্যদিকে হার্ট অ্যাটাকে ব্যথা সাধারণত শুরু হয় হঠাৎ করেই।

-    এসিডিটিতে মুখে আসে টক স্বাদ, হার্ট অ্যাটাকে হতে পারে শ্বাসকষ্ট।

-    এসিডিটি হলে গলায় জ্বলুনি হয়, আর হার্ট অ্যাটাকে ব্যথা বা অস্বস্তি গ্রীবা, চোয়াল, পিঠ ও কাঁধে হয়। মূর্ছা যাওয়ার মতো অবস্থাও হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন