You have reached your daily news limit

Please log in to continue


কলেরা প্রতিরোধে আজ থেকে টিকাদান শুরু

ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে আজ থেকে শুরু হচ্ছে সরকারের টিকাদান কর্মসূচি। প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে ২ জুলাই (শনিবার) পর্যন্ত। প্রাথমিকভাবে টিকা দেওয়ার স্থান হিসেবে রাজধানীর পাঁচটি জায়গা নির্ধারণ করা হয়েছে। পরে স্থান আরও বাড়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জানিয়েছে, মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে দেওয়া হবে।

আজ দুপুর ২টায় ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের ৫টি স্থানে (যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান) প্রায় ২৩ লাখ মানুষকে কলেরা টিকাদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। এছাড়াও টিকাদান কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআর, বি দায়িত্ব পালন করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন