টাক পড়া সমস্যার সমাধান করবে এই তেলগুলো

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১৩:০৪

টাক পড়ার সমস্যা ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায়। শুধু যে বয়স বাড়লেই টাক পড়তে শুরু করে তা কিন্তু নয়। টাক পড়ার সমস্যা দেখা দিতে পারে কম বয়সেই। একবার চুল পড়তে শুরু করলে তা বন্ধ করা মুশকিল। ছেলেরা চুলে নিয়মিত তেল ব্যবহার করতে চান না। নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে তারা থাকেন উদাসীন। এমনটা করলে চলবে না। টাক পড়া বন্ধ করতে নিয়মিত চুলে তেল দিতে হবে। এতে চুল পড়া তো বন্ধ হবেই, সেইসঙ্গে চুলের গোড়া শক্ত, চুল ঝলমলে হবে। কিন্তু কোন তেল চুলে টাক পড়া বন্ধ করবে? চলুন জেনে নেওয়া যাক-


নারিকেল তেল


সব ধরনের চুলের যত্নে ব্যবহার করা যায় নারিকেল তেল। এই তেল চুলের যাবতীয় সমস্যা প্রতিরোধ করতে পারে। খুশকি দূর করা, চুলে পুষ্টি জোগানো এবং চুল ঝলমলে করতে নারিকেল তেলের বিকল্প নেই। পুরো চুল কন্ডিশন করতে চাইলে নারিকেল তেল সেরা। এটি চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায়। যে কারণে চুলে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করলে টাক পড়ার সমস্যা দূর হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও