কপিল দেবের প্রশ্ন—কোহলি–রোহিতের খেলার ইচ্ছা কি আছে
বিরাট কোহলির হয়েছেটা কী! রোহিত শর্মারই–বা কী হয়েছে!
কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেট দলের দুই সেরা ব্যাটিং তারকার খেলার ধরন দেখে কপিল দেবের মনে এমন প্রশ্নই জাগছে। কেবল তা–ই নয়, এই দুজনের খেলা দেখে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের মনে ক্ষীণ সন্দেহ জেগেছে, আদৌ এই দুজনের খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে কি না!
কপিলের সন্দেহ, কোহলি–রোহিত আগ্রহ হারিয়েছেন কিনা
খুব কঠিন অভিযোগই! কোহলি কিংবা রোহিত নিজেদের ক্যারিয়ার নিয়ে আগ্রহ হারিয়েছেন! কপিল এ সন্দেহের ব্যাখ্যাও দিয়েছেন স্পষ্ট করেই, ‘কোনো সন্দেহ নেই কোহলি আর রোহিত বিশ্বসেরা ক্রিকেটার। কিন্তু তাতে কী হয়েছে। কিন্তু সর্বশেষ ১৪ ম্যাচ ধরে যদি কোনো ক্রিকেটার বাজে খেলতে থাকে, তাহলে তাকে নিয়ে প্রশ্ন উঠবেই। সে যত বড় ক্রিকেটারই হোক না কেন, আপনি সোবার্স, গাভাস্কার, টেন্ডুলকার, ব্র্যাডম্যান যে–ই হোন না কেন! কোহলি–রোহিতের কি খেলার ইচ্ছাটাই চলে গেছে? এ প্রশ্নের উত্তর তাদের দিকেই হবে। ওরা কী ভাবছে, সেটা জানতে হবে।’
আইপিএলে এবার রোহিত–কোহলি দুজনই ব্যর্থ। রোহিত ২০০৮ সালে আইপিএলে খেলা শুরুর পর এই প্রথম কোনো আসরে অর্ধশতক পাননি। কোহলির অবস্থাও তথৈবচ। একাধিক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। কোহলি অবশ্য অর্ধশতক পেয়েছেন, কিন্তু সে ইনিংস ঠিক তাঁর মতো নয়। কোহলির সমস্যা আরও বড়, যে ক্রিকেটার ক্রিকেটের বড় সব রেকর্ড ভেঙে ফেলবেন বলে একসময় ভবিষ্যদ্বাণী হয়েছিল, তিনিই শেষ তিন বছর কোনো সংস্করণেই শতক পান না। ব্যাপারটা কপিলকে প্রচণ্ড ভাবিয়ে তুলেছে। তবে তিনি সবচেয়ে বেশি চিন্তিত দিনের পর দিন সুযোগ পেয়েও এই দুজনের ফর্মে ফিরে আসার কোনো লক্ষণ নেই, ‘নামের জোরে ওরা আর কত দিন খেলে যাবে? সুযোগগুলোকে তো কাজে লাগাতে হবে! আমি বুঝতে পারছি না, ওদের দল থেকে বাদ দেওয়া হয়েছে নাকি ওরা বিশ্রামে আছে!’