কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্যাকবলিত ৪ জেলায় ২৮ জুন পর্যন্ত জনশুমারি

ডেইলি স্টার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত: ২৩ জুন ২০২২, ২১:১০

দেশে বন্যাকবলিত ৪ জেলায় জনশুমারির সময় ৭ দিন বাড়িয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।


এ ৪ জেলা হলো—সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা।গত ২১ জুন সারা দেশের জনশুমারির তথ্য সংগ্রহ শেষ হলেও, এ ৪ জেলায় আগামী ২৮ জুন পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে।


আজ বৃহস্পতিবার জনশুমারির প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'আমরা ২১ জুনের মধ্যে সারাদেশে জনশুমারির তথ্য সংগ্রহ শেষ করেছি। তবে চরম বন্যাকবলিত এলাকার তথ্য সংগ্রহে ৪ জেলার জন্য ২৮ জুন পর্যন্ত সময় বাড়িয়েছি।'



জনশুমারি থেকে বাদ পড়াদের বিষয়ে জানতে চাইলে হোসেন বলেন, বাদ পড়াদের তালিকাভুক্ত করতে তারা বেশ কয়েকটি অনলাইন জরুরি যোগাযোগ নম্বর ইস্যু করেছেন।সারাদেশে গত ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে পরিসংখ্যান ব্যুরো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও