বাবা হওয়ার পর পুরুষের শরীরে যে বদল আসে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১৩:৪৯
শিশুর জন্মের পর মায়ের শরীর ও মনে নানা পরিবর্তন আসে। এমনকি বিভিন্ন কারণে নারীদের ওজনও বেড়ে যায় মা হওয়ার পর।
তবে কখনো কি শুনেছেন, বাবা হওয়ার পর পুরুষের শরীরে কোনো পরিবর্তন এসেছে? বেশিরভাগেরই উত্তর হবে ‘না’।
তবে এক গবেষণা বলছে, বাবা হওয়ার পর পুরুষের শরীরেও পরিবর্তন আসে। তবে তা টের পান না অনেকেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরুষের শরীরে যে বদলের পেছনে দায়ী হলো বিশেষ কিছু হরমোনের মাত্রার পরিবর্তন।
বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা নাকি অনেকটাই কমে যায় বাবা হওয়ার পর। এই হরমোন পুরুষের যৌনলক্ষণগুলোকে স্পষ্ট করে।
বিশেষজ্ঞদের মতে, এই হরমোনের মাত্রা কমে যাওয়া শরীরের জন্য তেমন খারাপ নয়। বরং বাবা হিসেবে আরও ভালো হতে সাহায্য করে।
- ট্যাগ:
- লাইফ
- বাবা হওয়া
- শরীরে প্রভাব