১০০ ভাগ দিয়েই বোলিং করছেন তাসকিন

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ জুন ২০২২, ১৬:৪১

কদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পান তাসকিন আহমেদ। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পেসারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। চোটের পড়ে ক্যারিবীয় সফরে টেস্ট দলে না থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন তাসকিন। জিমে পাওয়া সে ব্যথা থেকে সেরে উঠেছেন তিনি। দুই দিন সেরা দমে বোলিও করেছেন বলে জানালেন তাসকিন নিজেই। 


ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজে রওনা হওয়ার কথা তাসকিনের। মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে তাই নিজেকে ঝালিয়ে রাখার কাজ সেরে নিচ্ছেন। অনুশীলনের এক ফাঁকে তাঁকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা নিয়ে তাসকিন বললেন, ‘গতকাল ও আজ ১০০ ভাগ দিয়ে বোলিং করার চেষ্টা করেছি। চেষ্টা ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি। এখানে নির্বাচক (বিসিবির নির্বাচক), চিকিৎসক সবাই ছিলেন। তারাও তৃপ্ত। আমিও তৃপ্ত। সমস্যা হয়নি, এখন সামনে বাকিটা আল্লাহর ইচ্ছা।’ 
 
ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে টেস্ট খেলার ইচ্ছে থাকলেও চোটের বাধায় সেটা পূরণ হয়নি তাসকিনের। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দিতে চান ২৬ বছর বয়সী এ পেসার, ‘টেস্ট ম্যাচ তো ডিউক বলে খেলা হচ্ছে, আমার ইচ্ছা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত খেলা হলো না। ওয়ানডে ও টি-টোয়েন্টি কোকাবুরা বলে হবে। আমি চাইব সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে যেন জয় উপহার দিতে পারি। সব সময়ই এটাই চাই। শতভাগ দেব, বাকিটা আল্লাহর ইচ্ছা।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও