শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব হচ্ছে

সমকাল শ্রীলঙ্কা প্রকাশিত: ২২ জুন ২০২২, ১০:১৮

কয়েক দশকের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সাংবিধানিক সংস্কারের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। গত সোমবার সংবিধান সংশোধনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মিডিয়া উপদেষ্টা দিনুক কলম্বেজ। খবর আলজাজিরার।



সংশোধন হলে এটি হবে দেশটির সংবিধানের ২১তম সংশোধনী। তবে এ জন্য শুধু মন্ত্রিসভার অনুমোদনই যথেষ্ট নয়, সংসদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন হবে। চরম অর্থনৈতিক সংকটের ফলে দেশব্যাপী লাগাতার বিক্ষোভের মুখে গত মে মাসের শুরুর দিকে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। সে সময় ভেঙে দেওয়া হয় গোটা মন্ত্রিসভাও। এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট কাটাতে বিভিন্ন দেশে বেশি সংখ্যক গৃহকর্মী পাঠাতে বয়সসীমা ২৩ থেকে কমিয়ে ২১ বছর করেছে শ্রীলঙ্কা। গতকাল মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও