নৌকার দেশে কেন ‘নৌকাসংকট’
ঘটনা-১
১০ কিলোমিটার দূরের বন্যাকবিলত একটি গ্রাম থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে সিলেট শহরে নিয়ে আসতে চেয়েছিলেন তাঁর স্বামী। স্বাভাবিক সময়ে এই পথটুকু নৌকায় যেতে ৮০০ থেকে ১ হাজার টাকা খরচ হয়। নৌকার মাঝিরা ভাড়া চেয়েছেন ৫০ হাজার টাকা। তিনি ৪০ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি হলেও নৌকার মাঝিরা রাজি হননি।
ঘটনা-২
গোয়াইনঘাট উপজেলার একটি হাওর অঞ্চল থেকে ফুফু ও ফুফাতো ভাইবোনদের উদ্ধার করতে গিয়ে নৌকা খুঁজে পাচ্ছিলেন না এক ব্যক্তি। কয়েক ঘণ্টা অপেক্ষার পর মাঝারি আকৃতির একটি নৌকা জোগাড় হয়, যার মাঝি ছিলেন ১৭-১৮ বছরের এক তরুণ। বিশাল হাওর পাড়ি দিয়ে, কখনো বইঠা বেয়ে, কখনো নৌকা ঠেলে তিনি সবাইকে জায়গামতো পৌঁছে দেন। কিন্তু এর বিনিময়ে তিনি কোনো টাকা নিতে রাজি হননি। অনেক জোরাজুরি করে তরুণটির হাতে ৫০০ টাকা গুঁজে দিয়েছেন ওই ব্যক্তি।