কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে সাড়ে পাঁচ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে মালিক কর্তৃপক্ষ।

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ আয়োজিত সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

অনুষ্ঠানে আগুনে হতাহত ৬৯ পরিবারের মাঝে মোট ৫ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ডিপো মালিকের পক্ষে স্মার্ট গ্রুপের জিএম (প্রশাসন) অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের নিহত ১০ এবং নিখোঁজ তিনজনের পরিবারের প্রত্যেককে ১৫ লাখ টাকা, গুরুতর আহত নয়জনকে ১০ লাখ করে টাকা, সাধারণ আহত পাঁচজনকে ছয় লাখ করে টাকা এবং প্রাথমিক চিকিৎসা নেওয়া তিনজনকে দুই লাখ করে টাকা দেওয়া হয়।

ডিপোর নিহত নয়জনের পরিবারকে ১০ লাখ টাকা করে, গুরুতর আহত তিনজনকে ছয় লাখ টাকা, সাধারণ আহত ১৯ জনকে চার লাখ টাকা করে দেওয়া হয়েছে। নিহত হওয়া অন্যান্য চার ব্যক্তির পরিবারকে ১০ লাখ টাকা করে, আহত চারজনকে চার লাখ টাকা করে দেয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন