You have reached your daily news limit

Please log in to continue


১৯ বছর পর সরে দাঁড়াচ্ছেন চেলসির চেয়ারম্যান

বদল এসেছে ক্লাবের মালিকানায়। এবার চেলসির চেয়ারম্যান হিসেবে শেষ হচ্ছে ব্রুস বাকের দীর্ঘ পথচলাও। ১৯ বছর দায়িত্ব পালনের পর পদটি থেকে সরে দাঁড়াচ্ছেন এই আমেরিকান আইনজীবী।

প্রিমিয়ার লিগের ক্লাবটি সোমবার এক বিবৃতিতে জানায়, এই মাসের শেষে পদত্যাগ করবেন ৭৬ বছর বয়সী বাক। তবে সিনিয়র উপদেষ্টা হিসেবে ক্লাবটিতে থাকবেন তিনি।

২০০৩ সালে রোমান আব্রামোভিচ চেলসির মালিকানা কেনার পর বাক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর চাপের মুখে আব্রামোভিচ ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিলে গত মে মাসে তা কিনে নেয় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি ও তার নেতৃত্বাধানী একটি কনসোর্টিয়াম।

নতুন মালিকানায়ও বাক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে ক্লাবের বিবৃতিতে তিনি বললেন, সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন