![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/06/20/a29b4fcec5e8e1db70ea9cdb04b60d70-62afecc1c3b9e.jpg)
কুল থাকুন এয়ারকুলারে
গরম দূর করতে এয়ারকুলার হতে পারে একটি দুর্দান্ত অ্যাপলায়েন্স। আজকাল এয়ার কন্ডিশনারের বিকল্প হিসেবে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। কম দাম, সহজ রক্ষণাবেক্ষণ, কম বিদ্যুৎ খরচ ইত্যাদি সুবিধার জন্য অনেকেই এখন এয়ারকুলার ব্যবহার করছেন।
সহজে বহনযোগ্য
এয়ারকুলারের বড় গুণ এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বহন করা যায়। এটি যেহেতু এসির মতো দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে লাগানো থাকে না, তাই পছন্দসই জায়গায় এয়ারকুলার বসানো যায় সহজে।
বাতাসের গুণগত মান
এয়ারকুলার বাইরে থেকে তাজা বাতাস টেনে এনে সেই বাতাসকে শীতল করে। পাশাপাশি এর জন্য ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় না। এ জন্য এয়ারকুলারের বাতাসের মান তুলনামূলকভাবে বেশি ভালো থাকে।
দাম
একটি মোটামুটি মানের এয়ার কন্ডিশনার কিনতে হলেও বেশ ভালোই খরচ করতে হবে। অন্যদিকে সর্বনিম্ন ছয় হাজার টাকা ব্যয়ে একটি এয়ারকুলার কেনা সম্ভব। তাই বলা যায়, দামের দিক থেকে এয়ারকুলার বেশ সাশ্রয়ী।
পরিবেশবান্ধব