
ল্যাপটপ, এসএসডি ও র্যাম বেশি কিনছেন ক্রেতারা
চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটারবাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা ল্যাপটপের পাশাপাশি ৮ গিগাবাইট র্যাম ও সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) বেশি কিনছেন। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।
প্রসেসর
ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আলট্রা ৭ ২৪৫ কেএফ (৫.৫ গি.হা.) ৫০ হাজার টাকা, কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কম্পিউটার
- কম্পিউটার পণ্য