দরকার হলে মুমিনুলকে বিশ্রাম নিতে বললেন সাকিব

সমকাল প্রকাশিত: ২০ জুন ২০২২, ১৩:৩৫

অ্যাওয়ে ম্যাচে ভালো খেলেন না মুমিনুল। নিউজিল্যান্ডে টেস্ট জয়ে নেতৃত্বের সঙ্গে ব্যাট হাতে ভালো খেলে ওই তকমা ঘোচানোর ইঙ্গিত দিয়েছিলেন মুমিনুল। এরপর থেকেই ব্যাটিংয়ে ব্যর্থ তিনি। 


দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা সিরিজে রান পাননি। চাপ থেকে মুক্ত হতে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তারপরও ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থ হয়েছেন তিনি। এখন তার টেস্ট ক্রিকেট থেকেও সাময়িক বিশ্রামের পরামর্শ দেওয়া হচ্ছে।


বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসানও মনে করেন, দরকার পড়লে অল্প দিনের বিশ্রাম নিতে পারেন মুমিনুল। তবে সিদ্ধান্তটা কোচ-নির্বাচকরা বা অধিনায়কের দিক থেকে না আসে খেলোয়াড়ের দিক থেকেই আসাই ভালো।



অ্যান্টিগা টেস্ট শেষে সাকিব বলেন, ‘মুমিনুলের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। ও যদি মনে করে ওর বিশ্রাম নেওয়া প্রয়োজন, সেটা ওর সিদ্ধান্ত। তবে মাত্র একটি ম্যাচ শেষ হয়েছে। এ নিয়ে কথা না বলাই ভালো। হাতে দু’দিন সময় রয়েছে, তারপর দ্বিতীয় টেস্ট নিয়ে ভাবা যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও