১৮৫ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

প্রথম আলো ভারত প্রকাশিত: ১৯ জুন ২০২২, ১৯:৩৩

ভারতের পাটনায় ১৮৫ জন যাত্রী নিয়ে আকাশে ওঠার পর একটি উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লিগামী স্পাইসজেটের উড়োজাহাজটি এরপর দ্রুত পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে অল্পের জন্য রক্ষা পান উড়োজাহাজে থাকা যাত্রী ও ক্রুরা। স্থানীয় সময় আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।


পাটনার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর সিং সাংবাদিকদের বলেন, নিচে থাকা স্থানীয়রা উড়োজাহাজের বাঁ পাশের ডানায় আগুন দেখতে পেয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের জানান। এরপর ফ্লাইটটি পাটনা বিমানবন্দরে ফিরে আসে। ১৮৫ জন যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রকৌশলীরা অনুসন্ধান করছেন।


উড়োজাহাজে থাকা একজন যাত্রী সাংবাদিকদের জানান, ‘উড়োজাহাজটি উড্ডয়নের প্রথম ১৫ মিনিটের মধ্যে অনেক শব্দ শোনা গিয়েছিল। তখন পাইলট ঘোষণা করেন যে কিছু সমস্যা হয়েছে, আমরা পাটনায় ফিরে যাব। ওই সময় পরিস্থিতি বেশ ভীতিকর ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও