পোশাক থেকে ঘামের দাগ উঠছে না? জেনে নিন টিপস

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ জুন ২০২২, ১৬:৫৩

তীব্র গরমে ঘেমে পোশাকে দাগ পড়ে যাওয়া একটি বিব্রতকর সমস্যা। হলদে ও চাকা চাকা এসব দাগ সহজে উঠতে চায় না। যারা অতিরিক্ত ঘামেন, তাদের এই সমস্যা আরও বেশি। জেনে নিন পোশাক থেকে ঘামের দাগ ওঠানোর কিছু টিপস।



আধ কাপ গরম পানিতে ৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন জায়গাটা। তারপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। দাগ উঠে যাবে।
ভিটামিন সি সমৃদ্ধ লেবুর অ্যাসিডিক উপাদান দ্রুত দাগ ওঠাতে সাহায্য করে। ৪-৫ টেবিল চামচ লেবুর রস আধা কাপ পানিতে মিশিয়ে নিন।


মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গরম পানিতে খানিকটা লবণ মিশিয়ে দাগের উপর ঢেলে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।



অ্যাসপিরিন ট্যাবলেটের সাহায্যে দূর করতে পারেন পোশাকে বসে যাওয়া ঘামের দাগ। ২ টেবিল চামচ পানিতে দুটো ট্যাবলেট গুঁড়া করে মিশিয়ে টুথব্রাশের সাহায্যে লাগান। বেশি জোরে ঘষবেন না। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
১ কাপ ভিনেগার ও দুই কাপ কুসুম গরম পানি একসঙ্গে মিশিয়ে পোশাক ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও