You have reached your daily news limit

Please log in to continue


শিশুদের বিনামূল্যের খিচুড়িতে সাপের দেহ!

ভারতের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের সরকারি শিশু উন্নয়ন পরিষেবা প্রকল্পের আওতায় প্রসূতি মা ও শিশুদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা খিচুড়িতে সাপের দেহের অংশ পাওয়া নিয়ে ব্যাপক তুলকালাম শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খাবারে পাওয়া গেছে সাপের দেহাংশ। আর এই অভিযোগ উঠেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাগডোবা এলাকায়। এই ঘটনার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে শিশুদের নিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হয়েছেন অভিভাবকরা। খাবারে পাওয়া বস্তুটি সাপের দেহ কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বিষ্ণুপুর শহরের আট নম্বর ওয়ার্ডের বাগডোবা এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৭০ জন শিশু এবং ২৫ জন প্রসূতিকে রান্না করা খাবার দেওয়া হয়। অন্যান্য দিনের মতো শনিবার সকালে ওই কেন্দ্রে খিচুড়ি রান্না করে বিতরণ করা হয়। খাবার বাড়িতে নিয়ে গিয়ে এক শিশুকে খেতে দেওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময় খিচুড়ির মধ্যে সাপের দেহাংশ দেখতে পান শিশুটির মা। এই ঘটনার কথা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে অধিকাংশ শিশুকে নিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান অভিভাবকরা। অন্যান্যদের তেমন উপসর্গ না থাকলেও একটি শিশুর বমিভাব থাকায় হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন