![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F06%2F18%2F18kabul-926722b40f992c1f4ae9617ab49eb587.jpg%3Fjadewits_media_id%3D798042)
আফগানিস্তানে শিখ মন্দিরে বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা
আফগানিস্তানে রাজধানী কাবুলে শিখ ধর্মাবলম্বীদের একটি মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মন্দিরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকালে মন্দিরে বিস্ফোরণ হলেও হতাহতের বিষয়টি এখনও স্পষ্ট নয়।
গুরনাম সিং নামের ওই কর্মকর্তা বলেন, ‘মন্দিরের অভ্যন্তরে প্রায় ৩০ জন ছিলেন। তাদের কতজন বেঁচে আছেন আর কতজন মারা গেছেন তা আমরা জানি না। তালেবান আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, কী করবো জানি না’।