You have reached your daily news limit

Please log in to continue


কমিটি নির্বাচনে এবারই প্রথম ভোট চলছে ই-ক্যাবে

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় ভোট। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ধানমন্ডির ৯ নম্বর সড়কের সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে এই ভোট চলছে।

ভোটকে কেন্দ্র করে ধানমন্ডির ওই এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। পদ প্রত্যাশী প্রার্থী, তাদের অনুসারী এবং প্রচারকর্মীরা প্রচারে নিয়োজিত আছে। বর্ণিল এক পরিবেশ তৈরি হয়েছে ই-ক্যাবের ভোট ঘিরে।

কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে নিয়োজিত আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি বেরিয়ে আসবে এই নির্বাচনে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনে এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কমিটির সদস্য নির্বাচিত হয়ে আসছিল। এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে সদস্য নির্বাচনে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন