মোমেন-জয়শঙ্কর বৈঠকে যেসব ইস্যু গুরুত্ব পাবে

বাংলা ট্রিবিউন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৮:০১

জ্বালানি ও পানি সহযোগিতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরসহ অন্যান্য বিষয় নিয়ে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে দুই দেশের মাঝে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের ফলাফল নিয়েও আলোচনা হবে এবং দিক নির্দেশনা দেওয়ার চেষ্ট করা হবে। আগামী ১৯ জুন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত  হবে।


বুধবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, ‘সাম্প্রতিক সময়ে দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে অনেকগুলো বৈঠক হয়েছে। ওইসব বৈঠকে যেসব বিষয় অমীমাংসিত বা আটকে রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে নিরসন করার চেষ্টা করবেন দুই মন্ত্রী।’


আঞ্চলিক ও ভূ-রাজনীতি নিয়েও দুই পক্ষ তাদের অবস্থান ব্যাখ্যা করবে বলে তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও