কোভিড: দৈনিক শনাক্ত চারশ ছাড়াল
দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এক দিনে ৪৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ১৪ সপ্তাহের সর্বোচ্চ।
দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা আগের দিনের চেয়ে ৭৬ জন বেশি; বৃহস্পতিবার ৩৫৭ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ ৮ মার্চ এর বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে, সেদিন ৪৪৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রমণের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল।
সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে টানা ১৫ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে।
১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত ১২ জুন আবার একশ ছাড়িয়ে যায়। ছয় দিনের মাথায় তা চারশ ছাড়াল।