কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকছেই

কালের কণ্ঠ বদিউল আলম মজুমদার প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১০:০৭

সদ্য অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা ও ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। এটা নির্বাচন কমিশনের সাফল্য। অংশগ্রহণকারী প্রার্থী, রাজনৈতিক দল ও সমর্থকদের সংযত আচরণও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া দলীয়ভাবে আর কোনো শক্তিশালী প্রার্থী না থাকার পরও নির্বাচনটি প্রশ্নহীন করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।


ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) গ্রহণযোগ্যতা এবং কমিশনের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে এই নির্বাচনে।


বর্তমান নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনটিই ছিল তাদের আয়োজিত অপেক্ষাকৃত সবচেয়ে বড় নির্বাচন। এই নির্বাচনটি ছিল তাদের সক্ষমতা প্রদর্শনের সুযোগ। এই কমিশনের প্রতি আস্থা রাখতে না পেরে বিএনপিসহ বেশ কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। সুতরাং যে নির্বাচনে সবার অংশগ্রহণ ছিল না, সেখানে একটি ভালো নির্বাচন করে সক্ষমতা দেখানোর সুযোগ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও