দচুমু খেতে রাজি নন, নায়িকার ঠোঁটে সেলোটেপ লাগিয়ে শ্যুটিং করেন সলমন!
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৯:২২
এক ঘুষিতে ‘ভিলেন’কে শুইয়ে দিতে পারবেন। জমিয়ে প্রেমও করতে পারবেন। শুধু একটা জিনিসেই ভারী আপত্তি। পর্দায় কিছুতেই কাউকে চুমু খাবেন না ‘ভাইজান’। সেই তাঁকেই নাকি দেখা গেল চুম্বন দৃশ্যে! ‘রাধে’ ছবিতে নায়িকা দিশা পটানির সঙ্গে ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড।
কী করে এমন ঘটিয়ে ফেললেন সলমন?চিত্রনাট্য থেকে প্রতিটা দৃশ্য, বরাবরই ছবির সবটা নিয়ে খুঁতখুঁতে ‘ভাইজান’। যেটায় ‘না’ বলবেন, কেউ আর ‘হ্যাঁ’ করাতে পারবে না। এই নিয়ে কখনও পরিচালক, কখনও প্রযোজক, কখনও বা সহ-অভিনেতাদের সঙ্গেও বারবারই জড়িয়েছেন ঝামেলায়। বলিউডে প্রায় সকলেই জানেন, ‘চুলবুল পাণ্ডে’ এই একটা ব্যাপারে ভীষণ কড়া। পর্দায় কাউকেই চুমু খাবেন না তিনি। সে গল্পের স্বার্থে যত জরুরিই হোক না কেন!
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে