করোনায় আক্রান্ত ফাউসি
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানী ড. অ্যান্থনি ফাউসি। এবার তিনিও আক্রান্ত হলেন করোনয়। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ (এনআইএইচ) বুধবার জানিয়েছে, করোনার মৃদু উপসর্গ থেকে সেরে ওঠা ফাউসি এখন বাড়ি থেকে অফিস করছেন।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে কাজ করছেন ৮১ বছর বয়সী ড. ফাউসি। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার করোনা ধরা পড়ে।
এনআইএনইচ জানিয়েছে, করোনা ভ্যাকসিন এবং ডাবল বুস্টার নিছিলেন ফাউসি। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার দেখা-সাক্ষাৎ ঘটেনি।