মধ্যবিত্তের ওপর করের বোঝা আরও বাড়বে

প্রথম আলো প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১২:৪০

করের বোঝা মধ্যবিত্তের ওপরেই বেশি পড়ে। তাই তাঁদের অনেকেই সঞ্চয়ের টাকায় সঞ্চয়পত্র কিনে কর কমানোর চেষ্টা করেন। কিন্তু অর্থমন্ত্রী নতুন বাজেটে এই সুবিধা কমিয়ে দিয়েছেন, যা উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে যেন মড়ার উপর খাঁড়ার ঘা। কারণ, মধ্যবিত্তরা এবারে বিনিয়োগ নিয়ে কিছুটা বিপাকে পড়বেন।


এখন থেকে কর রেয়াতের জন্য আগের মতো মোট আয়ের ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করা যাবে না। আগামী ২০২২–২৩ অর্থবছরের বাজেটে এই বিনিয়োগসীমা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এর ফলে করদাতাদের বিনিয়োগের সুবিধা কমল। আর ধনী–গরিবনির্বিশেষে সব করদাতা বিনিয়োগকৃত অর্থের ১৫ শতাংশ হারের সমপরিমাণ কর রেয়াত পাবেন। এটাই এবারের বাজেটের বিনিয়োগজনিত কর রেয়াতের নতুন প্রস্তাব।


মনে রাখতে হবে, যে বছর বিনিয়োগ করা হয়, সে বছরই শুধু কর ছাড় পাওয়া যায়। পরবর্তী বছর বা বছরগুলোতে আর কর ছাড় মিলবে না। প্রতিবছর ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত আয়ের ওপর যে বিনিয়োগ করা হয়, তা রিটার্ন ফাইলে দেখিয়ে কর ছাড় নেওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও