You have reached your daily news limit

Please log in to continue


একক কাজে মন দিতে সাময়িক বিরতিতে বিটিএস

বিশ্বজুড়ে সাড়া জাগানো দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্যরা ঘোষণা দিয়েছেন, একক ক্যারিয়ারে মনোযোগ দিতে সাময়িক বিরতিতে যাচ্ছেন তারা। খবর রয়টার্সের।  

এ সময়ে গ্রুপের কোনো কাজ করবেন না তারা, নিজের ক্যারিয়ারের একক কাজে করতে কিছুদিন সময় নিচ্ছেন তারা। 

গ্রুপটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বার্ষিক ফেস্তা ডিনারে ব্যান্ডটির এক সদস্য আরএম ওরফে কিম নাম-জুন জানান, ব্যান্ডের জন্য সারাক্ষণ যে রেকর্ডিং আর পারফর্ম করতে হয়, এ থেকে বেরিয়ে কিছুদিন ব্যক্তিগত কাজে করতে চাইছেন তিনি। 

"কে-পপ আর এই পুরো আইডল সিস্টেমের সমস্যা হলো, আপনি পরিণত হয়ে ওঠার সময় পাবেন না। সবসময়-ই আপনাকে গান বানাতে হবে, কিছু না কিছু করতে হবে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন