কৃষি কাজে উৎসাহ দিতে শ্রীলঙ্কায় বাড়তি একদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা

চ্যানেল আই শ্রীলঙ্কা প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৭:৫০

কৃষি কাজে উৎসাহ দিতে সরকারী কর্মকর্তাদের সপ্তাহে একদিন বাড়তি ছুটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। দেশটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় দশ লাখ। খাদ্য ঘাটতি মোকাবেলায় শ্রীলঙ্কা সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।


দেশটিতে মোট জনসংখ্যা ২ কোটি ২০ লাখের মতো। ৭০ বছরের ইতিহাসে শ্রীলঙ্কা সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটে পড়ে কৃষি কাজে উৎসাহিত করার মতো বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর চরম ঘাটতি থাকায় খাদ্য, জ্বালানী এবং ওষুধের মতো জরুরি পণ্যের আমদানী ব্যয় মেটাতে পারছে না শ্রীলঙ্কা। এ পরিস্থিতিতে সরকারী এবং বেসরকারী কর্মীদের প্রতি শুক্রবার বাড়তি একদিন ছুটি ঘোষণা করা হয়েছে গত সোমবার। আগামী তিন মাস এ ছুটি বহাল থাকবে। এ পদক্ষেপ দুইভাবে জনগণকে সুবিধা দিবে বলে মনে করছে দেশটির সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও