কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুসিক নির্বাচন: আচরণবিধি ভঙ্গের দায়ে ৯ জনের কারাদণ্ড

সমকাল কুমিল্লা প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৩:৪৩

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, স্থানীয় প্রভাব খাটিয়ে নির্বাচনী কার্যক্রম প্রভাবিত করা এবং বহিরাগত হিসেবে ভোটকেন্দ্র এলাকায় প্রবেশ করার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।  



আজ বুধবার সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো পৃথক পৃথক ক্ষুদে বার্তা থেকে এ তথ্য জানা গেছে। 


জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে দুই বহিরাগতকে গ্রেপ্তার করে সাতদিনের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিষ ঘোষ আরেকজন বহিরাগতকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ফরিদা বিদ্যায়তন কেন্দ্র থেকে তিন বহিরাগতকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। 



স্থানীয় প্রভাব খাটিয়ে ২৩ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে নির্বাচনী কার্যক্রম প্রভাবিত করার অপরাধে কে এম দিদার হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। ৩ নং ওয়ার্ডের পিটিআই কেন্দ্রে আচরণ বিধিমালা ভঙ্গ করার দায়ে দুইজনকে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও