You have reached your daily news limit

Please log in to continue


ইভিএম বিড়ম্বনা: পৌনে এক ঘণ্টায় ১৫ ভোট

কুমিল্লা সিটিতে ভোট গ্রহণ চলছে। তবে ইভিএম বিড়ম্বনায় ভোটারদের নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। 

সকাল পৌনে ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বাতাবাড়িয়া বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। সেখানকার ১ নম্বর বুথে প্রথম ৪৬ মিনিটে ভোট পড়েছে মাত্র ১৫টি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার রকিবুল ইসলাম। তিনি বলেন, মোট ভোটার রয়েছে ১ হাজার ৯১৭ জন। কিন্ত ভোট খুব ধীরগতিতে হচ্ছে। 

পাশের বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ছিল একই অবস্থা। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান সমকালকে বলেন, সেখানকার ২ নম্বর বুথে প্রথম ৩৫ মিনিটে ভোট পড়েছে মাত্র ১৫টি। ১ নম্বর বুথে প্রথম ৩৮ মিনিটে ভোট পড়েছে মাত্র ১৮টি। এ কেন্দ্রে ভোটার রয়েছে ১ হাজার ৯৪৫ জন। 

এখানে ভোট দিতে আসা সুফিয়া খাতুন বলেন, এই প্রথম ইভিএমে ভোট দিয়েছি। তাই ৪ থেকে ৫ মিনিট সময় লেগেছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন