চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, দীর্ঘ যানজটে ভোগান্তি
চট্টগ্রামে এক ঘণ্টার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে শহরের শুরুত্বপূর্ণ সড়কগুলো। পানির কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
মঙ্গলবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া টানা এক ঘণ্টার বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে।
বিকেল ৫টার দিকে ঘুরে দেখা যায়, শহরের দুই নাম্বার গেইট, মুরাদপুর, হামজারবাগ, মুহাম্মদপুর, শোলকবহর, বহদ্দারহাট ও চকবাজারসহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। এমন কি শহরে প্রতিটি নালা বা ড্রেনের ওপর দিয়েও পানি প্রবাহিত হতে দেখা গেছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৬.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।