কিছুটা বাড়লো টাকার মান
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৪ জুন ২০২২, ১৬:৪৪
ডলারের বিপরীতে টাকার মান সামান্য বেড়েছে। মঙ্গলবার (১৪ জুন) আন্তব্যাংকে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ ৫০ পয়সা বাড়ানোর পরদিনই ডলারের মূল্য ১৩ পয়সা কমানো হয়েছে।
আগের দিন সোমবার (১৩ জুন) যা ছিল ৯২ টাকা ৫০ পয়সা।
অবশ্য ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারের জন্য ৯৫ টাকা থেকে ৯৮ টাকা নিচ্ছে। আর প্রবাসী আয় আনছে ৯৪ টাকার বেশি দরে।
এর আগে প্রবাসী আয় আনতে ডলারের দামের সীমা তুলে দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। এরপর থেকে নিয়মিত বাড়ছে ডলারের দাম।
এর আগে ৭ জুন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে এক ডলারের বিপরীতে ৯২ টাকা নিয়েছে। আগের দিন ৬ জুন ছিল ৯১ টাকা ৯৫ পয়সা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বাড়ল
- টাকার মান