কুসিক নির্বাচন : দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের গাড়ি ভাঙচুর
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৪ জুন ২০২২, ০৫:০৫
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রধান ফটক সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে। ওই এলাকাটি কুমিল্লা সিটি কর্পোরেশনের ভেতরে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন নিয়ে পেশাগত দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি নিয়ে আসেন একাত্তর টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। ক্যাম্পাসের প্রধান ফটকে গাড়িগুলো পার্কিং করা ছিল। রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন এসে একাত্তর টিভির গাড়ি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সরাতে বললে গাড়িটি ফটকের পাশেই এটিএম বুথের সামনে রাখেন গাড়িচালক। এর কিছুক্ষণ পরই কয়েকজন এসে গাড়িটি ভাঙচুর করেন।