সিরাজগঞ্জে নদীগর্ভে মসজিদসহ ৩৫ বসতভিটা
সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদী-তীরবর্তী এলাকা ভাঙতে শুরু করেছে। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে ঐতিহ্যবাহী তারকা মসজিদের অর্ধেকসহ অন্তত ৩৫টি বসতভিটা।
সোমবার (১৩) সকালে সিরাজগঞ্জের নদীবিধৌত চৌহালী উপজেলার এনায়েতপুর ব্রাহ্মণগ্রামে গিয়ে দেখা যায়, নান্দনিক তারকা মসজিদটির প্রায় অর্ধেকাংশ নদীগর্ভে চলে গেছে।
তাদের অভিযোগ, ভাঙনরোধে সংশ্লিষ্টরা সঠিক সময় যথাযথ পদক্ষেপ নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।